২ মে ২০২৪ / ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:২৭/ বৃহস্পতিবার
মে ২, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ

দেশের ভালোমন্দর বিষয়ে আলোচনা করার স্বাধীনতা সাংসদদের রয়েছে: আইনমন্ত্রী

     

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের ভালোমন্দ সব বিষয়ে জাতীয় সংসদে আলোচনা করার স্বাধীনতা সাংসদদের রয়েছে। তাই ষোড়শ সংশোধনী নিয়ে আলোচনায় আইনের কোনো ব্যত্যয় হয়নি বলেও জানান তিনি। আজ বুধবার দুপুরে বাংলাদেশ লোক ও প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ভূমি রেজিস্টার কর্মকর্তাদের দুই মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘সংসদে দেশের ভালোমন্দ, দেশের সব সমস্যা নিয়ে আলাপ-আলোচনা করার স্বাধীনতা সংসদ সদস্যদের আছে। আর রুল অব প্রসিডিউর যদি পড়া হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে, সব গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ-আলোচনা করার সুযোগ এবং অধিকার তাদের আছে। তো সেই অনুপাতে তাঁরা আলাপ-আলোচনা করেছেন এবং সেটা সুষ্ঠুই করেছেন।’

এ সময় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের ব্যাপারে আগামী আগস্টের প্রথম সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

গত ৩ জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। এর মধ্য দিয়ে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকছে না; বরং তা আগের মতোই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যস্ত থাকবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply