২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৩৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মহান মে দিবসের সভায় – এ্যানেল

     

ঈদের আগেই সকল শ্রমিকের বেতন বোনাস প্রদান করতে হবে।
মহান মে দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মহান মে দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সভা ১লা মে শনিবার  নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে বাওসোর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সংগঠকও প্রাবন্ধিক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধ করতে হবে। ঈদের আগে সকল শ্রমিক ভাই বোনদের বেতন বোনাসসহ ন্যায্য পাওনা অবশ্যই পরিশোধ করতে হবে।মালিক-শ্রমিক বৈষম্য চাই না। এদেশের প্রতিটি শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি সবার আগে এগিয়ে আসবে ইনশাল্লাহ!
বাওসো’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এন্ড মিডিয়া উইং এর প্রধান এম আওলাদ হোছাইনের সঞ্চালনায় জাহীদুল ইসলাম জাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক এম.এ তৈয়ব,শ্রমিক জনতার বন্ধু সাকিল আল মামুন! বিশিষ্ট শ্রমিক নেতা এম আবুল হাসনাত মানিক,  রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের নেতা নকিব আল হাসান, গার্মেন্টস শ্রমিক নেতা মোহাম্মদ মানিক উদ্দিন,  পরিবহন শ্রমিক নেতা এম ফরিদুল আলম প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply