২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:২৮/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১১:২৮ পূর্বাহ্ণ

নভেম্বরের আগে করোনা ভ্যাকসিন অনুমোদনের সম্ভাবনা নেই: যুক্তরাষ্ট্র

     

নভেম্বর বা ডিসেম্বরের আগে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সম্ভাব্য যে কোনও ভ্যাকসিনের অনুমোদন পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথের প্রধান ফ্রান্সিস কলিন্স। বৃহস্পতিবার তিনি জানান, ট্রাম্প প্রশাসনের অপারেশন ওয়ার্প স্পিডের আওতায় থাকা ভ্যাকসিনগুলোর বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়ালের কথা বিবেচনা করলে নভেম্বর বা ডিসেম্বরের আগে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সবুজ সংকেত পাওয়ার সম্ভাবনা নেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

.

ফ্রান্সিস কলিন্স মনে করেন, ১০ হাজার মানুষের দেহে পরীক্ষাতেই ব্যাপক হারে ব্যবহারের জন্য ভ্যাকসিনের কার্যকারিতা ও সুরক্ষা সম্পর্কে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়। যুক্তরাষ্ট্র ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্বে ৩০ হাজার মানুষের দেহে পরীক্ষার জন্য উদ্যোগ নিয়েছে।
মার্কিন কর্মকর্তা বলেন, বৈজ্ঞানিকভাবে বিবেচনা করলে অক্টোবরের আগে এফডিএ’র অনুমোদনের সুযোগ দেখি না। হয়ত নভেম্বর বা ডিসেম্বরে অনুমোদন পেতে পারে।
তিনি আশা প্রকাশ করেন, ট্রাম্প প্রশাসনে অর্থায়নকৃত ছয়টির মধ্যে যে কোনও একটি ভ্যাকসিন এই বছরের শেষের দিকে কার্যকর ও নিরাপদ বলে প্রমাণিত হবে।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ৩ নভেম্বরের নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিন পাওয়া যেতে পারে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply