৪ মে ২০২৪ / ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:১৯/ শনিবার
মে ৪, ২০২৪ ৩:১৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি হাসপাতালে ‘পাজেপ’র’ করোনা চিকিৎসা সরঞ্জাম

     

 

খাগড়াছড়ি,প্রতিনিধি

করোনা চিকিৎসা সেবার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে, অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। চিকিৎসা সামগ্রীর মধ্যে ৩০টি বড় অক্সিজেন সিলিন্ডার, একটি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা এবং একটি অক্সিজেন কনসেন্ট্রটর রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র কাছ থেকে, জেলা সিভিল সার্জন নূপুর কান্তি দাশ এসব চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন। এসময়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহবায়ক এমএ জব্বারসহ হাসপাতালে কর্মরত চিকিৎসক বৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে, হাসপাতাল মিলনায়তনে সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী এবং পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহবায়ক এমএ জব্বার, প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়–য়া, ডেপুটি সিভিল সার্জন ডা. মিঠুন চাকমা, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পূর্ণজীবন চাকমা, ডা. নয়নময় ত্রিপুরা, ডা. টুটুল চাকমা, গাইনী কনসাল্টেন ডা. জয়া চাকমা, ডা সুভাস বসু, ডা. আলা উদ্দিন, ডা. নিউচিং চৌধুরী এমেলি প্রমূখ এতে অংশ নেয়।

খাগড়াছড়ির হাসপাতাল গুলোতে সেবার মান বাড়াতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে স্বাস্থ্য বিভাগ। হাসপাতালে আইসিইউ না থাকলেও চিকিৎসা সামগ্রী ও স্বাস্থ্য খাতে সংকট মোকাবেলায় জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসার ফলে, রোগীদের প্রাথমিক পর্যায়ে সংকট মোকাবেলা করার মত সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া, করোনা মোকাবেলায় ডাক্তারদের পাশপাশি সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে, হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে আগামীতে চিকিৎসা সরঞ্জামসহ স্বাস্থ খাতে সকল প্রকার সংকট কাটাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।

উল্ল্যেখ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে, করোনা মহামারী শুরুর থেকেই প্রত্যেকটি উপজেলায় বিভিন্ন ভাবে সুরক্ষা সরঞ্জাম, নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীসহ জেলার হাসপাতাল গুলোতে চিকিৎসা সরঞ্জাম দিয়ে আসছে পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply