২ মে ২০২৪ / ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:৪৮/ বৃহস্পতিবার
মে ২, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ

আনোয়ারায় করোনা আক্রান্ত বৃদ্ধি পেয়ে ৫৮, রেড জোন’র আওতায়

     

আরমান হোসেন,আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দিন দিন বাড়ছে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা।আনোয়ারা উপজেলায় গত ৩ মে ১ম করোনা রোগি শনাক্ত হওয়ার পর ধীরে ধীরে বাড়তে শুরু করেছে (কোভিড-১৯) করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। ১৪ জুন চট্টগ্রাম সিভিল সার্জনের রিপোর্ট অনুযায়ী আনোয়ারায় করোনা রোগি শনাক্ত হয়েছে ৫৮ জন।এর মধ্যে রয়েছে ট্রাফিক পুলিশ, কাফকো কর্মকর্তা, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, এনজিওকর্মী, শিশু, পোশাক শ্রমিক ও সরকার দলীয় নেতাসহ চট্টগ্রাম শহরে বসবাস করা কয়েকজন।

উপজেলার চাতরী, আইরমঙ্গল, বখতিয়ারপাড়া, হাজীগাঁও বরুমচড়া, বটতলী, বারখাইন ও জুঁইদন্ডী ইউনিয়নসহ কয়েকটি গ্রামে করোনা রোগি শনাক্ত হয়েছে। সরকারি নির্দেশনামতে স্বাস্হ্য মন্ত্রনালয়ের নতুন কর্ম পরিকল্পনা অনুযায়ি প্রতি ১ লক্ষ জনসংখ্যার মধ্যে ১০ জনের উর্ধ্বে (কোভিড-১৯)আক্রান্ত রোগি থাকলে লাল জোন,৩ জনের উর্ধ্বে থাকলে হলুদ জোন ও ৩ জনের নিচে থাকলে সবুজ জোন ধরে লকডাইনের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।সেই হিসেবে আনোয়ারায় মোট জনসংখ্যা ৩,৩৫,৪৬১ জনের মধ্যে ৫৮ জন করোনা রোগি শনাক্ত হওয়ায় রেড জোনের আওতায় পড়েছে। সরকারি নির্দেশ মতে ৪টার মধ্যে ঔষধের দোকান ব্যতিত সকল প্রকার দোকানপাট বন্ধ করার নির্দেশনা থাকলেও আনোয়ারায় মানা হচ্ছেনা সরকারি নির্দেশ।সন্ধ্যা ৬-৭ টা পর্যন্ত অনেক দোকানপাট খোলা থাকতে দেখা যাচ্ছে।এ ছাড়া মানা হচ্ছেনা কোন প্রকার সামাজিক দূরত্বও। আনোয়ারা উপজেলা প্রশাসন কর্তৃক বার বার অভিযান চালানোর পরও অব্যাহত থাকছে তাদের কার্যক্রম।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply