২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৩৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ

বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার ইফতার মাহফিল সম্পন্ন

     

বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম উত্তরজেলার উদ্যোগে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা গত ১৩ জুন বিকেল ৫ টায় নগরীর প্রিয়া কমিউনিটি সেন্টারে সংগঠনের সহ সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, জনতা ব্যাংকের সাবেক পরিচালক অধ্যাপক মাঈনউদ্দীন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. রতন কুমার রায়, চট্টগ্রাম চেম্বারের পরিচালক আলহাজ্ব ছৈয়দ ছগির আহমদ, চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম, চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান এড. মোঃ শামীম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. অশোক কুমার দাশ, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আখতার চৌধুরী, মুক্তিযোদ্ধা ফজল আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হান্নান, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সদস্য শাহনেওয়াজ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আব্দুল মান্নান ফেরদৌস, ইফতেখার উদ্দীন মুঃ আলম। বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম উত্তরজেলার যুগ্ন সম্পাদক এড. মোস্তাফা আনোয়ারুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক গীতিকার লিয়াকত হোসেন, বক্তব্য রাখেন পরিষদের সহ সভাপতি জাহেদা আমিন চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রাশেদ খান মেনন, আব্দুর রহিম ফারুক, আবু মনসুর, দিদার আশরাফী, মোঃ ইসহাক, রেবা বড়ুয়া, মোঃ ইসহাক, শওকতুল ইসলাম, ছেনোয়ারা সুলতানা, মঞ্জুরুল আলম মঞ্জু, আবু সুফিয়ান, রিয়াজ মুহাম্মদ, আমিনুল ইসলাম সানু, এম. মাহমুদ রনি, কামাল হোসেন প্রমুখ। দোয়া ও মোনাজাত করেন মৌলানা মোহাম্মদ সোলায়মান। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রমযানের পবিত্রতা রক্ষা যেমন আমাদের নৈতিক দায়িত্ব ঠিক তেমনি রমযান থেকে আমরা আতœত্যাগের শিক্ষা গ্রহণ করে মানুষের কল্যাণে ভুমিকা রাখতে পারি। তিনি আরো বলেন সমাজের পিছিয়ে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণের জন্য আমরা যদি যাকাতের সঠিক বন্ঠন নিশ্চিত করি তাহলে আমাদের দেশে দরিদ্র মানুষ থাকবেনা তিনি আরো বলেন আমাদের দেশের একশ্রেণীর সিন্ডিকেট বিভিন্ন পণ্যসামগ্রী মজুদ করে জিনিসের দাম বাড়িয়ে দিয়ে জনজীবনে যে দুর্ভোগ সৃষ্টি করে তার বিরুদ্ধেও আমাদের সচেতন হতে হবে। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন রমযান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস, এ মাসেই আমরা চেষ্ঠা করি প্রত্যেকে ধার্মিক ও ভালো মানুষ হওয়ার জন্য, আসুন আমরা প্রত্যেকে রমযান থেকে আতœত্যাগের শিক্ষা নিয়ে সামাজিক কল্যাণে ভুমিকা রাখি। যাবতীয় অপকর্ম থেকে আমাদের সমাজকে মুক্ত রাখি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply