২ মে ২০২৪ / ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:০০/ বৃহস্পতিবার
মে ২, ২০২৪ ৪:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে টিসিবির পণ্য বিক্রয় স্পট, পোষাকের দোকান ও ফার্মেসীতে স্বাস্থ্য নীতি মানছে না

     

 

  সাগর  চক্রবর্তী

আন্দরকিল্লা মোড়ে টিসিবির পণ্য বিক্রয় স্পট, হাজারীগলির অসংখ্য ফার্মেসী ও টেরিবাজার, খাতুনগঞ্জ ও কালামিয়া বাজারসহ অলগলির পোষাকের দোকানে  মানা হচ্ছে না সরকার ঘোষিত স্বাস্হ্যনীতি।সামাজিকভাবে ৩ ফুট দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও ক্রেতারা মানছেন না সামাজিক দূরত্ব।ক্রেতা বিক্রেতাদের কারও কারও মুখে নেই মাক্স,  হাতেও নেই গ্লাভস।  ফলে উল্লেখিত স্হান থেকে করোনা সংক্ষমণ ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে ব্যাপক ।

টিসিবির পণ্য বিক্রয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে টিসিবি পণ্য বিক্রেতারা রিক্সার পরিত্যক্ত টায়ার ব্যবহার করেন এবং এক টায়ারে ১ জন দাঁড়ানোর জন্য বললেও সরেজমিনে গেলে দেখা যায় এক টায়ারে এক জন নয় ২ জন মানুষ দাঁড়িয়ে আছে!
ফলে সৃষ্টি হচ্ছে অনিরাপদ গণজমায়েত।

তবে ক্রেতাদের সামাজিক দূরত্ব মানতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হলেও সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর ছিটেফোঁটা ও দেখা যায়নি,ফলে সৃষ্টি হচ্ছে অনিরাপদ ও সুরক্ষাবিহীন ভাবে পণ্য বেচা কেনা ।যা একটা সময় গিয়ে বড় আকারে সংক্ষমণ ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply