৩ মে ২০২৪ / ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:১৯/ শুক্রবার
মে ৩, ২০২৪ ১:১৯ অপরাহ্ণ

স্বেচ্ছায় লকডাউনে গেল দক্ষিণ হালিশহর তালতলাস্থ আলীশাহ পাড়াবাসী

     

বিশেষ সংবাদ
এলাকার যুব -ছাত্র জনতা মাইকিং করে ”করোনাভাইরাস” প্রতিরোধে সবাই কে সচেতন হবার
দৃঢ় আহবান নেভী হাসপাতাল গেইট সংলগ্ন তালতলা গলির বাসিন্দারা”করোনাভাইরাস”
প্রতিরোধে সকলের মতামতে স্বেচ্ছায় হোম কোয়ারেইন্টে থাকার লক্ষ্যে মেইন সড়ক থেকে
সংযোগ মুখে বাশঁ ও হাতে লেখা ব্যানার ঝুলিয়ে এই উদ্যোগে পুর্ন সমর্থন জানালেন।
এই বিষয়ে কাউন্সিলর পরিষদের সদস্য হাজী সাহাব উদ্দিনও স্বীকার করে বলেন, বাইরের
লোকজন বিভিন্ন ভাবে চলাচল করে রোগ জীবাণু ছড়াতে পারে তাই এলাকাবাসীর পরামর্শে
উদ্যোগ নিয়েছি। এবারে ১২/১৪দিন থাকলে”করোনাভাইরাস” বিস্তার বা ছড়াতে না পারে বলে
ধারনা করছি। আর ২/৩দিন পরে সিটি কর্পোরেশনকে বলে মশক নিধন কার্যক্রম করার কথা
জানাব।
এলাকার তরুণ-যুব সমাজ সম্মিলিত ভাবে বিশেষ স্বেচ্ছায় লকডাউনের কর্মসূচি সহায়তা
করছেন বলে জানা গেছে। বিশেষ প্রয়োজন হলে ৯৯৯/নিকটস্থ থানায় অবগত করে বাইরে
যাবেন বলে উদ্যোক্তরা জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply