২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৩৮/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ

ছাত্রলীগের নব নির্বাচিত কেন্দ্রীয় মোঃ আরিফকে চট্টগ্রাম রেল স্টেশন চত্ত্বরে সংবর্ধনা প্রদান

     

দক্ষিণজেলা ছাত্রলীগনেতা, জিরি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আরিফ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের উদ্যোগে এক সংবর্ধনা প্রদান জেলা ছাত্রলীগনেতা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ৭ জুন বেলা ২টায় চট্টগ্রাম নতুন রেল স্টেশন চত্ত্বরে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি,চট্টগ্রাম আইনকলেজ ছাত্রসংসদের সাবেক জি এস জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাহেদুর রহমান, বঙ্গবন্ধু শিশু কিশোরমেলা চট্টগ্রাম দক্ষিণজেলার সভাপতি প্রকৌশলী সৈয়দ মোঃ মোরশেদ উল্লাহ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইয়াসিন আরাফাত, পুর্বাশার আলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আতিকুর রহমান, সহ সভাপতি খুরশিদ উল আলম খোকন, সাবেক জেলা ছাত্রলীগনেতা আবুল হাশেম, হাবিবুর রহমান, এস. এম. জাবেদ সরওয়ার, সংবর্ধিত অতিথি মুহাম্মদ আরিফ, পুর্বাশার আলোর সভাপতি নোমানউল্লাহ বাহার, সহ সভাপতি আসিফ ইকবাল, আবু তৈয়ব, আকতার হোসেন, মোঃ আলমগীর, সাধারণ সম্পাদক আবু নোমান রানা, জেলা ছাত্রলীগনেতা জয়নাল আবেদীনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগনেতা মুহাম্মদ মহিউদ্দিন, শায়ের খান মিরাজ, মুহাম্মদ জেকি, পটিয়া উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক মোঃ ইদ্রিস, জিরি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ, জিরি ইউনিয়ন ছাত্রলীগনেতা মোঃ মহিউদ্দীন, মোঃ ইমতিয়াজ, মোঃ মোরশেদ, মোঃ আরমান, ইসহাক ফাহিম, সুজন, মিরাজ, জনি আনোয়ার প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন মোঃ আরিফ দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতিতে শ্রম দিয়েছেন কাজ করেছেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে মাঠে ময়দানে সে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সে জেলা ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি জিরি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া মোঃ আরিফ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা,পুর্বাশার আলো সহ বিভিন্ন সামাজিক সংগঠনে দীর্ঘদিন সাংগাঠনিকভাবে কাজ করে যাচ্ছে।আজ বাংলাদেশ ছাত্রলীগের সর্বোচ্চ কেন্দ্রীয় কমিটিতে স্হান করে নিয়ে দক্ষিণ জেলার রাজনীতির সঠিক মুল্যায়ন হয়েছে। তিনি আরো বলেন বাংলাদেশ ছাত্রলীগের এদেশের ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন তথা মুক্তিযোদ্ধা সহ সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভুমিকা রেখে গেছেন এবং আজ পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। তিনি আরো বলেন মোঃ আরিফের দায়িত্ব আজ আরো বেড়ে গেল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য মোঃ আরিফ তার কর্মীদের নিয়ে পাড়া মহল্লায় সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচার প্রসারে কাজ করবেন। সভা শেষে চট্টগ্রাম দক্ষিণজেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ছাত্রলীগ, বঙ্গবন্ধু শিশু কিশোরমেলা, পুর্বাশার আলোসহ বিভিন্র সামাজিক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য মোঃ আরিফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply