২ মে ২০২৪ / ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:৩৭/ বৃহস্পতিবার
মে ২, ২০২৪ ১২:৩৭ পূর্বাহ্ণ

বরমা উচ্চ বিদ্যালয়ে উপজেলা চেয়ারম্যান জব্বার চৌধুরীর সাথে মতবিনিময়

     

 

চন্দনাইশের বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ে বর্তমান ও নবগঠিত এসএমসি এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল জব্বার চৌধুরী। গত বিষুদবার প্রধান শিক্ষক ও সম্পাদক এ এইচ এম সৈয়দ হোসেন এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আজিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ৫নং বরমা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, নবনির্বাচিত সদস্য আনোয়ারুল ইসলাম, আবু জাফর, কাজী মাহমুদুর রহমান, সিরাজুল ইসলাম, ইসহাক মিয়া, সুজিতা তালুকদার, মাস্টার সমীরণ দত্ত, নুরুল হোসেন, শর্বরী দে, একমেয়াদের দাতা সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, বর্তমান সদস্য মোজাম্মেল হক তালুকদার, প্রিয়তোষ সেন, হালিমা বেগম, সমাজ সেবক মোরশেদুল আলম প্রমূখ। উল্লেখ্য উপজেলা চেয়ারম্যান সমিতি-চট্টগ্রাম জেলার সভাপতি ও চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী নির্বাচিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গত ২০ মে ২০১৭ সভাপতি পদের জন্য মনোনীত হন। সভাপতি নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার কাউসার আলম। এর আগে ১৫ মে তফসিল অনুযায়ী নির্বাচনে প্রত্যক্ষ ভোটে সদস্যরা নির্বাচিত হন।
আবদুল জব্বার চৌধুরী বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। মানসম্মত শিক্ষার্থীদের উজাড় করে দিয়ে তাদেরকে মানব সম্পদ হিসেবে তৈরি করতে হবে। তিনি শিক্ষার মান উন্নয়নে এবং অবকাঠামো সহ বিদ্যালয়ের সকল ধরনের সমস্যা নিরসনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply