২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৫৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৫:৫৯ পূর্বাহ্ণ

চন্দনাইশের গাছবাড়িয়ায় পিপিএস’র চক্ষু চিকিৎসা ক্যাম্প সম্পন্ন

     

চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পিপিএস মডেল উচ্চ বিদ্যালয়ে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের সৌজন্যে পল্লী প্রগতি সংস্থা (পিপিএস)’র ব্যবস্থাপনায় এক চক্ষু চিকিৎসা ক্যাম্প স¤প্রতি (গত ২৩ নভেম্বর ২০১৯, শনিবার) সম্পন্ন হয়। হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ও বিশেষজ্ঞ চক্ষু সার্জন ডা. ওমর ফারুকের নেতৃত্বে ১২ জনের চিকিৎসক টিম দিন ব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্পে দায়িত্ব পালন করেন।
পিপিএস নির্বাহী পরিচালক ও পিপিএস স্কুল সমুহের চেয়ারম্যান মো. নুরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বায়তুশ শরীফ হাসপাতালের ফিল্ড অফিসার বিশ্বজিৎ পাল, ডা. ওমর ফারুক, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, পিপিএস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আবুল কালাম চৌধুরী, সিনিয়র শিক্ষক মৃদুল বড়ুয়া ও সাংবাদিক মো. নুরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা মোছাম্মৎ রিপু আকতার।
চিকিৎসা ক্যাম্পে ২০০ (দুইশত) জনের সাধারণ চিকিৎসা ও ৫০ (পঞ্চাশ) জনের চশমা পরীক্ষা এবং ১২ (বার) জনকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়াও ককসবাজার বায়তুশ শরফ হাসপাতালে নিয়ে ৬ (ছয়) জনকে লেন্স সংযোজন করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply