৫ মে ২০২৪ / ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৩৫/ রবিবার
মে ৫, ২০২৪ ৪:৩৫ পূর্বাহ্ণ

অবৈধ পথে অনুপ্রবেশের সময় বেনাপোলে শিশুসহ ৩২ বাংলাদেশী নারী-পুরুষ আটক

     

বেনাপোল প্রতিনিধি 
ভারত থেকে  অবৈধপথে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৩২ জন বাংলাদেশী নারী পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি। তবে কোন পাচারকারী  আটক হয়নি।
রোববার ভোর রাতে তাদের আটক করে বেনাপোলের দৌলতপুর সীমান্তের বালুর মাঠ এলাকা থেকে । আটককৃতদের মধ্যে ২ জন শিশু ১১ জন নারী ২ জন হিজড়া ও ১৭ জন পুরুষ রয়েছে। এদের বাড়ি বাগেরহাট, মোড়লগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রত্যান্ত অঞ্চলে।
খুলনার সেলিনা আক্তার জানায়, সে তার স্বামীর চিকিৎসার জন্য অবৈধপথে ভারত গিয়েছিল। ফেরার পথে তাদের আটক করা হয়। বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার রাজু জানায়, অভাব অনটনের সংসার কাজের জন্য ভারত গিয়েছিলাম। সেখান থেকে ২মাস কাজ শেষে  ফেরার সময় তাদের আটক করে বিজিবি।
২১ বিজিবি দৌলতপুর ক্যাম্পের সুবেদার মোফাজ্জেল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বালুর মাঠ এলাকায় ওৎ পেতে থেকে ভারত সীমান্ত থেকে বাংলাদেশে প্রবেশের পর এদের আটক করা হয়। তিনি বলেন, এরা অনেকে চিকিৎসার জন্য এবং কেউ সেদেশে কাজ করার পর অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করছিল । আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এস আই পিন্টু লাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply