৩ মে ২০২৪ / ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:১৭/ শুক্রবার
মে ৩, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ

মোরার প্রভাবে আনোয়ারার ৩ গ্রাম কক্সবাজারে ৪১ গ্রাম পানিতে প্লাবিত

     

ঘূর্ণিঝড় মোরার প্রভাবে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে ইউনিয়নের বার আউলিয়া, ধলঘাট ও পূর্ব গহিরা গ্রামে জোয়ারের পানি ঢুকে ফসলের জমি ও বাড়িঘর প্লাবিত হয়ে গেছে।ঘণ্টা খানিকের মধ্যে পুরো ইউনিয়ন প্লাবিত হবে বলে স্হানীয় লোকজন ধারনা করছে।

ঘূর্ণিঝড় মোরার প্রভাবে আজ সকাল থেকে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়ে পড়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে পাঁচ-ছয় ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়ে উপকূলে আঘাত হানছে। বিশেষ করে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে গতকাল কয়েকটি ইউনিয়নের ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে আরও বেড়িবাঁধ বিলীন হলে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যাও বাড়বে। জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply