২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:১৭/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৬:১৭ পূর্বাহ্ণ

নওগাঁয় সড়ক দূর্ঘটনায় নিহত ২ ডিবি পুলিশের জানাজা সম্পন্ন

     

নওগাঁ প্রতিনিধি 

নওগাঁয় সড়ক দূর্ঘটনায় নিহত ২ ডিবি পুলিশের জানাজা সম্পন্ন হয়েছে।  থানা পুলিশ ও জেলা পুলিশ মৃতদেহ দুইটি নওগাঁ পুলিশ লাইনে নিয়ে আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। দীর্ঘদিনের চাকুরীরর সুবাদে সহকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। এলাকায় শোকের ছায়া নেমে আসে।  আজ শুক্রবার সকালে নিহতদের ময়না তদন্ত শেষে বাদ জুমা পুলিশ লাইন মাঠে জানাজা শেষে গ্রামের বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়। তাদের গ্রামের বাড়ীতে ২য় বার নামাজে জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে জানা যায় ।

নামাজে জানাজায় অংশ নেয় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিশারুল আরিফ, জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন সহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সহকর্মীরা । উল্লেখ্য নওগাঁর ধামইরহাটে মোটর সাইকলেরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে জেলা গোয়ন্দো (ডিবি ) পুলিশের এ,এস,আই বাশরি ও ডিবি‘র কনষ্টেবল মুনির নিহত হয় । ধামইরহাট উপজলোর আগ্রাদ্বগিুণ বাজার এলাকায় যোগিপাড়া নামক স্থানে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত এএসআই বাসির চাঁপাই নবাবগঞ্জের সদরের চরবাগভাঙ্গা (বাবু পাড়া) এলাকার জারদিস এর ছেলে ও নিহত মুনির একই জেলার শিবগঞ্জ উপজেলার আটরশি গ্রামের ইদ্রিস আহম্মেদের ছেলে বলে জানা গেছে। তারা দুই বছরের বেশি সময় নওগাঁ জেলা ডিবি পুলিশে কর্মরত ছিলেন। জেলা গোয়ন্দো (ডিবি) পুলিশরে ও‘সি কে এম শামছুদ্দিন জানান,ধামইরহাট উপজলোর আগ্রাদ্বিগুণ বাজার এলাকায় মাদকের কারবারিরা অবস্থান করছে এমন তথ্যরে ভিত্তিতে এ,এস,আই বাশির ও কনষ্টেবল মুনির মোটর সাইকলে যোগে ঘটনা স্থলে যাচ্ছিলেন। যাবার পথে আগ্রাদ্বিগুণ বাজারে পৌঁছার আগেই যোগিপাড়া নামক স্থানে রাতের অন্ধকার ও কুয়াশায় রাস্তা ঠিক মত দেখতে না পেয়ে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে তারা ধাক্কা লাগে। এতে ঘটনাস্থালইে ডিবি‘র কনষ্টেবল মুনির নিহত হয়। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত এ,এস,আই বাশিরকে আহত অবস্থায় পত্নীতলা উপজেলোয় স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক এ,এস,আই বাশিরকে মৃত বলে ঘোষণা করনে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply