২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৫২/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ

আনোয়ারায় ২০০ বছরের পুরানো কান্দুরিয়া খাল ভরাট জলাবদ্ধতার আশংকা

     

 

আবদুল মন্নান
আনোয়ারা উপজেলাধীন চাতরী চৌমুহনীস্থ দক্ষিন পাশে প্রবাহিত কান্দুরিয়া খাল, প্রায় দুইশত বছর পুর্বে খননকৃত এ খাল। বেলচুড়া, পশ্চিম চাতরী, বৈরাগ, গুয়াপঞ্চক, মোহাম্মদপুর, শিল্প কারখানা কাফকো, কোরিয়ান ইপিজেড এলাকার পানি নিস্কাষনের একমাত্র ব্যবস্থা এ খালে। সম্প্রতি “কর্ণফুলী ট্রানেল” সংযোগ সড়কের চাতরী চৌমুহনীস্থ দক্ষিণ পাশে পিএবি সড়কের সংযোগ স্থলে প্রায় তিনশত ফুট দৈর্ঘ্যের খালের অংশ ভরাট করে ফেলা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান চাইনা কমোনিকেশন কন্সট্রাকশান কোম্পানী এই খালটি ভরাট করে । শুরুতে এলাকাবাসীকে জানিয়ে ছিল খালের উপর মজবুত কালভার্ট নির্মাণ করে পানির গতি প্রবাহ ঠিক রাখা হবে। তা না করে পরবর্তীতে পার্শ্ব নালা বসিয়ে পানি নিস্কাশনের ব্যর্থ চেষ্ঠা করা হচ্ছে এখন। ইতিমধ্যে দুইদিনের ভারী বর্ষণের ফলে বেলচুরা, পশ্চিম চাতরী, গুয়াপঞ্চক (আংশিক), বৃষ্টির পানিতে তলিয়ে যায়। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠে। সেতু বিভাগের একজন উদ্ধর্তন প্রকৌশলীর নিকট জানতে চাইলে সরাসরি তিনি উত্তর না দিয়ে খালের গতি প্রবাহ ঠিক রাখা হবে জানিয়ে বিষয়টি এড়িয়ে যায়। এলাকাবাসীর আশংকা টানা বর্ষণে স্থায়ী জলবদ্ধতার সৃষ্টি হবে এখানে।কৃষক সহ এলাকাবাসীর ব্যাপক ক্ষতি হবে। সংশ্লিষ্ট বিভাগের নিকট এলাকাবাসীর দাবী অনতিবিলম্বে পানি নিস্কাশনের একমাত্র ব্যবস্থা এ খালের ভরাট অংশ পুনরায় খনন করে পানি চলাচলের গতি প্রবাহ ঠিক রাখা হোক।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply