২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:২৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ

সিপিএলের ফাইনালে সাকিবের বার্বাডোজ

     

টুর্নামেন্টের প্রথম পর্বে শীর্ষ দুই দলের মধ্যে থাকায় ফাইনালে ওঠার জন্য দুইটি সুযোগ তৈরি হয়েছিল সাকিব আল হাসানের বার্বাডোজ ট্রাইডেন্টসের সামনে। প্রথম সুযোগে ব্যর্থ হলেও, দ্বিতীয়বারে ঠিকই বাজিমাত করেছে সাকিবের দল।

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১২ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে বার্বাডোজ। শনিবার রাতে শিরোপা লড়াইয়ে টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত থাকা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবেন সাকিবরা।

ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬০ রানের সংগ্রহ দাঁড় করায় বার্বাডোজ। জবাবে নিজেদের ইনিংসের ৩ বল বাকি থাকতেই ত্রিনবাগো অলআউট হয়ে যায় ১৪৮ রানে, বার্বাডোজ পায় ১২ রানের জয়। ব্যাট হাতে ১৮ রান করার পর বল হাতে ২ ওভারে ২৭ রান খরচ করেন সাকিব।

রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল ত্রিনবাগো। সাকিব আল হাসানের করা প্রথম ওভার থেকেই ১৬ রান তুলে নেন দুই ওপেনার সুনিল নারিন ও লেন্ডন সিমনস। ফলে সাকিবকে আর আক্রমণেই রাখেননি বার্বাডোজ অধিনায়ক জেসন হোল্ডার।

দ্বিতীয় ওভারের শেষ বলে সিমন্সকে ফেরান হোল্ডার, পরের ওভারের প্রথম বলে নারিনকে সাজঘরের পথ দেখান হ্যারি গার্নি। তবু প্রথম পাওয়ার প্লেতে ২ উইকেটের বিনিময়ে ৫২ রান তুলে ফেলে ত্রিনবাগো। যেমন শুরুর দরকার ছিল সেটা পেয়ে যায় তারা। তবে ব্যর্থ হয় ধরে রাখতে।

পাওয়ার প্লে শেষ হতেই ভেঙে পড়ে ত্রিনবাগোর ব্যাটিং লাইনআপ। ইনিংসের পরের ৬ ওভারের মধ্যে স্কোরবোর্ডে ২৯ রান যোগ করতেই তারা হারিয়ে ফেলে ৩টি উইকেট। দলীয় ৮১ রানের মাথায় পঞ্চম উইকেট পতনের পর উইকেটে আসেন সেকুগে প্রসন্ন। অধিনায়ক কাইরন পোলার্ডকে সঙ্গে নিয়ে তিনি চেষ্টা করেন ম্যাচ জেতানোর। সবটুকু খবর পড়তে ক্লীক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply