২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:১২/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১:১২ অপরাহ্ণ

নবী প্রেম বিহীন ইবাদত বিফলে যেতে বাধ্য

     

হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর সাথীরা ন্যায় ও সত্যের ঝান্ডা সমুন্নত রাখার জন্য শির দিয়ে ছিলেন কিন্তু তাঁদের পবিত্র হাত বাতেলের কাছে সোর্পদ করেননি। এজিদ বাহিনীর তুলনায় ৭২ জনের হোসাইনী কাফেলা সামন্য হলেও প্রকৃত ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে যেকোন অবস্থায় যে কোন মুহুর্তে জাহেলিয়াতের মোকাবেলা করার যে চিরন্তন শিক্ষা ইমাম হোসাইন (রা.) প্রতিষ্ঠা করেগেছেন সেটি আজ আমাদের প্রেরনার উৎস। নবী (দ.) ও আহলে বায়াতের প্রেম বিহীন ইবাদত বিফলে যেতে বাধ্য। গত ২৮ সেপ্টেম্বর শনিবার চন্দনাইশ পৌরসভা হারলা-দক্ষিণ জোয়ারা নয়াহাটস্থ বি.এম. রহমানিয়া হেফজ ও এতিমখানা কমপ্লেক্স ময়দানে আল-হাসনাইন মোমেরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ১৬তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ইমাম হোসাইন (রা.) কনফারেন্সে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব আহমদুর রহমান সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী। প্রধানবক্তা ছিলেন ঢাকাস্থ যিন-নূরাইন ওয়ালীয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ ওয়ালী উল্লাহ আশেকী। স্বাগত বক্তব্য রাখেন আল-হাসনাইন মোমেরিয়াল ফাউন্ডেশনের মহাসচিব আলমগীর ইসলাম বঈদী। মাষ্টার মুহাম্মদ বদিউল আলমের সঞ্চালনায় মাহফিলে বিশেষ বক্তা ছিলেন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল কাসেম আনসারী, মাওলানা কামরুদ্দিন নুরী, মাওলানা নুরুল আজিম, মাওলানা আব্দুর রহমান আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ নজরুল ইসলাম, সাহাব উদ্দিন ভেন্ডার, সিরাজুল ইসলাম কোম্পানী। উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মালেক, আলহাজ্ব জাফর আহমদ কোম্পানী, মাওলানা মাহমুদুর রহমান আলকাদেরী, মাওলানা হাফেজ আহমদ কাদেরী, রফিক কোম্পানী, শায়ের ইশতিয়াক রায়হান রেজা, মাওলানা হাবিব আহমদ নদবী, মাওলানা আব্দুস সবুর, মোরশেদুল আলম, সেলিম উদ্দিন চৌধুরী, শায়ের মোক্তার হোসেন শিবলী, জাকের হোসেন সওদাগর, মাওলানা মুহাম্মদ আলী, এম.এ আউয়াল, মোহাম্মদ ইকবাল হোসেন, মারুফ রেজা, আমিনুল ইসলাম রুবেল, হাসান মুরাদ পারভেজ, নুরুল আলম, সাজ্জাদ, মুহাম্মদ হানিফ, শাহাদাত কামাল, আরমান হোসেন, জামাল উদ্দিন, মানিক, মোহাম্মদ হিরু প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply