২ মে ২০২৪ / ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:২০/ বৃহস্পতিবার
মে ২, ২০২৪ ৬:২০ পূর্বাহ্ণ

গাজীপুরে দুই কারখানার অর্ধশত শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি

     

মুহাম্মদ আতিকুর রহমান 
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি জরুন রোড এলাকার দুটি পোশাক কারখানার অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

কারখানা দুটি হল ডেল্টা কম্পোজিট নিটিং লিমিটেড এবং কটন ক্লাব বিডি লিমিটেড।

২২ মে সোমবার এঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা দুটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোবারক হোসেন জানান, রবিবারও কারখানা দুটির অল্প কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিল। আজ সোমবার আবার কাজে যোগ দেওয়ার পর সকাল ৯টার দিকে একে একে অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে স্থানীয় শরীফ মেডিকেল, কোনাবাড়ী মেডিকেল, হক মেডিকেলে পপুলার প্রাইভেট ক্লিনিকসহ বিভিন স্থানে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসকরা বলছেন, গরমে তারা অসুস্থ হয়ে পড়েছে। এ অবস্থায় কর্তৃপক্ষ কারখানা দুটি সোমবারের জন্য ছুটি ঘোষণা করে।

কোনাবাড়ি শরীফ প্রাইভেট মেডিকেলের চিকিৎসক শরীফ সাংবাদিকদের জানান, এটি ঐুংড়ঃৎরপধষ পড়হাবৎংরড়হ ৎবধপঃরড়হং ফরংবধংব (হিস্টেরিক্যাল কনভারশন রিঅ্যাকশন ডিজিজ) । এ রোগে একজন মাথা ঘুরে পড়ে গেলে তার দেখা-দেখি আরেকজন পড়ে যাবে। তাছাড়া প্রচন্ড গরমে কেউ হিটস্ট্রোক করলে একজনের দেখা-দেখি অপরজনও মনে করবে তারও স্ট্রোক হয়েছে। আবার সেও অজ্ঞান হয়ে ঢলে পড়তে পারে।

তিনি বলেন, ডেল্টা কম্পোজিট নিটিং লিমিটেড এবং কটন ক্লাব বিডি লিমিটেড নামে কারখানা দুটির প্রায় ৪০ শ্রমিককে আজ চিকিৎসা দেওয়া হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply