১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:৫৩/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ

লন্ডনে গ্রেটার চিটাগাং এসোসিয়েশনের সাথে টিভি উপস্থাপক গোলাম দস্তগীরের মতবিনিময়

     

 

১৭ জুলাই বুধবার যুক্তরাজ্যে বাংলা ইলেকট্রনিক মিডিয়ার প্রথম উদ্যোক্তা ও বিশিষ্ট টিভি উপস্থাপক গোলাম দস্তগীর  নিশাতের সাথে গ্রেটার চিটাগাং এসোসিয়েশন (জিসিএ) পূর্ব লন্ডনে চট্টগ্রাম সেন্টারে এক মতবিনিময় এবং চট্টগ্রামের উন্নয়ন বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। জনাব নিশাতকে জিসিএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় ।

অ্যাসোসিয়েশনের সভাপতি যুক্তরাজ্যের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন এর সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কায়সার, মিল্লাত হোসেনসহ অন্যান্যরা এতে আলোচনায় অংশ নেন। সভায় চট্টগ্রামের জলাবদ্ধতার জন্য উদ্বেগ প্রকাশ করা হয়। চট্টগ্রামের জলাবদ্ধতার সমাধানে সরকারি বরাদ্ধকৃত সাড়ে পাঁচ হাজার কোটি টাকার যথাযথ সদ্ব্যবহার করার জন্যে আহবান জন্যে বক্তারা বলেন, এ সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে নগরীর সকল সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অপরিহার্য। বক্তারা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তিদের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে বলেন,  সরকারি অর্থ অপচয় ও লুটপাটের আলামত সুস্পষ্ট হয়ে উঠেছে। বক্তারা আরও বলেন, ‘বরাদ্ধের এসব অর্থ ব্যবহার করে তিন বছরের মধ্যে জলাবদ্ধমুক্ত মহানগরীর আশ্বাস ছিল সংস্থাগুলোর। কিন্তু বরাদ্ধ পাওয়ার এক বছর অতিবাহিত হলেও আশানুরূপ অগ্রগতি তো হয়নি বরং এ বছর নগরিকেরা চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন এই বর্ষাকালে।’

শেয়ার করুনঃ

Leave a Reply