২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৪২/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৯:৪২ পূর্বাহ্ণ

কর্ণেল অলি’র নতুন প্লাটফর্ম

     

জাতীয় মুক্তি মঞ্চ’ নামে নতুন প্লাটফর্ম এর ঘোষণা দিলেন এলডিপি সভাপতি কর্ণেল (অব.) অলি আহমদ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

জাতীয় সংসদের মধ্যবর্তী নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা বিএনপির বাইরের কোন জোট নয়। এটি বেগম খালেদা জিয়ার দ্রুত মুক্তির দাবিতে একটি প্লাটফর্ম। আমার এই প্লাটফর্মে কে কে আছেন আপনারা তাদেরকে মঞ্চেই দেখতে পারছেন। আরও যারা থাকবেন আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পারেন।’

প্লাটফর্মে জামায়াত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে অলি বলেন, ‘আমাদের প্লাটফর্ম দেশপ্রেমিক জনগনকে নিয়ে।তাছাড়া ১৯৭১ সালের জামায়াত আর বর্তমান জামায়াত তো এক নয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, খেলাফত মসলিসের আহম্মেদ আলী তাহের, ডেমোক্রেটিক ন্যাশনাল মুভমেন্টের মুহিব খান, এলডিপির সাধারণ সম্পাদক রেদোয়ান আহম্মেদ, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

এছাড়া একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী গোলাম মাওলা রনিও উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন বেঈল অলির হাতে ফুল দিয়ে এলডিপিতে যোগ দেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply