৬ মে ২০২৪ / ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:২৫/ সোমবার
মে ৬, ২০২৪ ১:২৫ পূর্বাহ্ণ

ফণী বাংলাদেশ সীমানা থেকে আর মাত্র ১০০ কি.মি. দূরে

     

ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশের সীমানা থেকে আর মাত্র ১০০ কিলোমিটার দূরে। এ অবস্থায় প্রায় ৯০ কিলোমিটার গতিবেগে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে বলে আবহাওয়া অধিদফতরসহ একাধিক সূত্রে জানা গেছে। কাছাকাছি এসে যাওয়া সারা দেশে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে।

সূত্র জানায় ঘূর্ণিঝড়টি আকারে বড় বলে এটি এখনও বাংলাদেশের বাইরে অবস্থান করা সত্ত্বেও সারা বাংলাদেশের আকাশ মেঘলা হয়ে আছে। প্রায় সারাদেশে দমকা বাতাসসহ বৃষ্টিপাত হচ্ছে। আজ মধ্য রাতের পর থেকে ফণীর বিদ্যমান গতি বাংলাদেশের মানুষ অনুভব করতে পারে।

তবে ফণী ওরিশা রাজ্যে ২০০ কিলোমিটার গতিবেগে ছোবল মারলেও বাংলাদেশে তার গতিবেগ অনেক কম থাকবে বলে জানায় আবহাওয়া অফিস সূত্র।

বাংলাদেশে প্রবেশের পর ফণী সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, ফরিদপুর, ঢাকা হয়ে ভারতের মেঘালয়ের দিকে যাবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply