২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:২৭/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ

জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসউদ্দিন 

     

চট্টগ্রামের প্রাচীনতম বিদ্যাপীঠ কাজেম আলী স্কুল এন্ড কলেজ ২০১৭ সালে ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছিল। ২০১৯ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে এই প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসউদ্দিন জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। তিনি তাঁর প্রতিষ্ঠানকে সৃজনশীল কর্মকান্ডে উদ্ধুদ্ধ করে শিক্ষার্থীদের যেমন মেধা-মনন শানিত করে সুনাগরিক গড়ায় নিয়োজিত আছেন তেমনি সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানকে সুপরিচিত করে তুলে মর্যাদার আসনে নিয়ে আসায় তাঁকে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ জেলা কমিটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন স্বাক্ষরিত সনদপত্রের মাধ্যমে তাঁকে মাধ্যমিক বিদ্যালয় গ্রুপে শ্রেষ্ঠ হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়। অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসউদ্দিন তাঁর এই অর্জনের পেছনে প্রতিষ্ঠানের সদ্য বিদায়ী সভাপতি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ’র সম্পাদক সৈয়দ উমর ফারুকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর সৃষ্টিশীল কর্মকান্ডের কারণে কাজেম আলী স্কুল এন্ড কলেজ এখন সর্বমহলে সমাদৃত হচ্ছে। শিক্ষার্থীরাও তাঁর অনুপ্রেরণায় সহ-শিক্ষা কার্যক্রমে অভূতপূর্ব সাফল্য দেখাচ্ছে। আমিও তাঁর দিক-নিদের্শনায় প্রতিষ্ঠান পরিচালনা করে এই স্বীকৃতি পেলাম।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply