২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:০২/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ

ন্যামস মোটরস লিমিটেডের চট্টগ্রামে তিনদিন ব্যাপী বিক্রয় মেলার উদ্বোধন

     

সুযোগ কাজে লাগাতে পারলে ভাগ্যের পরিবর্তন করা যায়। ড্রাইভার ভাই দের ভাগ্যের পরিবর্তনের জন্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ন্যামস মোটরস লিমিটেড ইতালির বিখ্যাত পিয়াজিও ব্র্যান্ডর অটোরিক্সা আমদানি করেছেন। একটি ডাউন পেমেন্টের মাধ্যামে এই কোম্পানি গাড়ি সরবরাহ করার উদ্যোগ নিয়েছেন।এদেশে ক্রমান্বয়ে গরীব মানুষের সংখ্যা কমে আসছে। নতুন নতুন পলিসি নিয়ে দেশের শিল্পদ্যোক্তারা কর্মসূচী হাতে নিলে দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।
ন্যামস মোটর লিঃ এর তিনদিনব্যাপি চট্টগ্রামের লালদীঘির মাঠে আজ সকাল ১০টায় বিক্রয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনদানকালে চসিক মেয়র আ জ ম নাসির উদ্দিন এই কথা বলেন।এই সময় ন্যামস মোটরস লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিকুজ্জামান (অবঃ), সহকারী পরিচালক তৌসিফ-উজ-জামান, মুহাম্মদ নুর উদ্দিন জাহাঙ্গীর, এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম ও স্হানীয় ডিলার দিদারুল ইসলাম উপস্হিত ছিলেন।প্রসংগত এই মেলায় সিএনজি চালিত অটোরিকসা তিন লাখ আশি হাজার টাকা ও এলপিজি চালিত অটোরিকসা তিন লাখ সত্তর হাজার টাকায় বিক্রি হচ্ছে ও ৫০ হাজার টাকা ডাউনপেমেন্টেও ক্রেতারা গাড়ী নেবার সুযোগ রয়েছে।এই মেলা আজ থেকে তিন দিন চলবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply