২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৩৬/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১০:৩৬ পূর্বাহ্ণ

অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় কমিশন গঠন করা উচিত : কামাল হোসেন

     

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, একের পর এক ভবনে অগ্নিকাণ্ড ঘটছে। এ সব ঘটনায় সরকারের জাতীয় কমিশন গঠন করা উচিত। শুক্রবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনের পর উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, কিভাবে মানুষ আগুন থেকে বাঁচতে ঝাপ দিয়েছে তা ভয়াবহ দুর্ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল। এখন এ বিষয়ে ভালোভাবে তদন্ত হওয়া দরকার।

তিনি বলেন, জাতীয় কমিশনে ইমারত বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদেরকে রাখতে হবে। সেগুলো সুষ্ঠুভাবে তদন্ত করে অপরাধীদের কঠিন শাস্তির আওতায় আনতে হবে। বারবার যেন এ ধরনের ঘটনা না ঘটে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানীর ১৭ নম্বর রোডে ২২তলা বিশিষ্ট এফআর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২৫ ইউনিট, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও র্যা ব-পুলিশ তৎপরতায় প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। ইত্তেফাক/ইউবি

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply