২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:১৩/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৯:১৩ পূর্বাহ্ণ

রাউজান ছাত্রসেনার শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে-এনামুল হক ছিদ্দিকী

     

 

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান পৌরসভা এবং রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিরতণ অনুষ্ঠান স্থানীয় আধুনিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান পৌরসভার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মনির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক রাজনীতিবিদ মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা উত্তরের সভাপতি মাওলানা জয়নাল আবেদীন জামাল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ সরওয়ার উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আহমদ উল্লাহ ফোরকান খান আলকাদেরী, মুহাম্মদ ওমর ফারুক রেজা, মাওলানা মুহাম্মদ জাকারিয়া, মুহাম্মদ আব্দুর রহিম নাজিম, ছাত্রনেতা মুহাম্মদ রবিউল হোসেন সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি এনামুল হক ছিদ্দিকী বলেন, ছাত্র রাজনীতি আজ প্রকৃত ছাত্রদের হাতে নেই। পেশীশক্তি, হল দখল, ক্যাম্পাস দখল, টেন্ডারবাজি ও চাঁদাবাজি ছাত্র রাজনীতিকে কলুষিত করে ফেলেছে। সকল ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান ও সম্প্রীতির ছাত্র রাজনীতি অনুপস্থিত। ছাত্র রাজনীতির নামে পেশীশক্তি প্রদর্শন ও অছাত্রদের দাপটে অবক্ষয়গ্রস্ত ছাত্র রাজনীতির বিপরীতে ছাত্র সমাজের আস্তার ঠিকানাই হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। তিনি অবিলম্বে চাকসু নির্বাচনসহ সকল উচ্চ শিক্ষাঙ্গণে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে যোগ্য ছাত্র নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান এবং ছাত্র সমাজকে আদর্শিক ছাত্র রাজনীতির পাঠশালা ছাত্রসেনার পতাকাতলে আসার তাগিদ দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ মুহাম্মদ মুহিব উল্লাহ, মুহাম্মদ আরফান উদ্দীন, মুহাম্মদ আব্দুস সাত্তার নিশাদ, মুহাম্মদ হামেদ রেজা চৌধুরী, মুহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী, মুহাম্মদ আবু বকর, মুহাম্মদ আরিফ বিল্লাহ, মুহাম্মদ মাহফুজুল আলম জীবন, মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ শাহাদাত হোসেন, মুহাম্মদ বেলাল হোসেন, মুহাম্মদ ফরহাদ উদ্দিন, মুহাম্মদ নাঈম উদ্দীন, মুহাম্মদ জিয়াউল হক, মুহাম্মদ আব্দুল কাদের, মুহাম্মদ সরওয়ার শরীফ, মুহাম্মদ তুরাগ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ মুনির উদ্দিন অবক্ষয়পুষ্ট বর্তমান ধারার ছাত্র রাজনীতি ছেড়ে ছাত্র সমাজকে অহিংস ছাত্র রাজনীতির মডেল ছাত্রসেনার প্লাটফরমে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ এবং মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply