৩ মে ২০২৪ / ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৩২/ শুক্রবার
মে ৩, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ

ফৌজদারহাটে মালবাহী ট্রেনের ধাক্কায় নিহত ১ বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাংচুর, পুলিশের উপর হামলা

     

সীতাকুণ্ডের সলিমপুরে মালবাহী ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৪ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে, দুর্ঘটনার পর পার্শ্ববর্তী ডাকওয়ালার বাড়ীর বিক্ষুব্ধ কিছু জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জড়ো হয়ে শ্যামলী পরিবহণের বাস সহ প্রায় ৮/১০টি গাড়ি ভাংচুর করলে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টাকালে তারা পুলিশের উপর হামলা করে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছে। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই নজরুল ইসলাম জানান, সন্ধ্যায় কালুশাহ মাজার সংলগ্ন রেললাইনে মালবাহী ট্রেনের ধাক্কায় তিন ব্যক্তি গুরুতর আহত হলে তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি আরও বলেন, দুর্ঘটনা পরবর্তী পার্শ্ববর্তী ডাকওয়ালার বাড়ীর বিক্ষুব্ধ কিছু জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জড়ো হয়ে শ্যামলী পরিবহণের বাস সহ প্রায় ৮/১০টি গাড়ি ভাংচুর করলে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টাকালে তারা পুলিশের উপর হামলা করে। এতে আমারপ এক পুলিশ সদস্য আহত হয়েছে। পরে আমরা সেখানে অভিযান চালিয়ে জড়িত ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসি। উক্ত ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।সর্বশেষ তথ্য জানা গেছে, আহতদের ১ জন মারা গেছে।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply