২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:১৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৬:১৯ পূর্বাহ্ণ

রাউজানে ম্যানেজার সহ চারজনের কারাদন্ড কারাখানায় সিলগালা 

     

 

১ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার গভির রাতে রাউজান পৌরসভার “মায়ের দোয়া বেকারী,, নামের একটি বেকারী জাতীয় খাদ্য প্রস্তুতকারী কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এতে বিএস টি আই এর কোন অনুমোদন পাওয়া যায়নি, ছাড়পত্র বিহীন কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে পচাঁ ডিম পোড়া তেল নকল ডালডা মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনরায় গুড়ো করে তৈরি করা হচ্ছে সুস্বাদু কেক বিস্কুট সহ নানা ধরনের খাদ্য, অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত, ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা বলেন- ২২ দিন আগেই মেয়াদ শেষ হওয়া বহু কেক বিস্কুট পাওয়া গেছে যেগুলোর মেয়াদ লেখা স্টিকার পরিবর্তন করে আবারও বিক্রয় করার জন্য রাখা হয়েছে, পাশাপাশি দেখাগেছে উম্মুক্ত মশা-মাছি যুক্ত বাসি তৈল, ধুলি বালি ভরা নোংরা থালা, বালতি, মগ, যা সম্পুর্ণ অপরিচ্ছন্ন ও অসাস্থ্যকর। অভিযানে দোকানের ম্যানেজার সহ চার জন কে গ্রেফতার করা হয়েছে। এতে ম্যানেজার কে ০১ ( এক ) বছর কারাদন্ড ও তিন কারিগর কে ০১(এক ) মাস করে কারাদন্ড করা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply