৩ মে ২০২৪ / ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:৩৩/ শুক্রবার
মে ৩, ২০২৪ ১২:৩৩ পূর্বাহ্ণ

শেখ হাসিনাকে রাশিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

     

একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (২ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের মাধ্যমে এক শুভেচ্ছা বার্তায় পুতিন এ অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু  এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিজয়ী হওয়ার পরও শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট।

এদিকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় ও টানা তিনবার বিজয়ী হয়ে হ্যাটট্রিক করায় ভারত, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধানগণ এবং দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এরইমধ্যে শেষ হাসিনাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, গেল ৩০ ডিসেম্বর সব দলের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে রেকর্ড জয় পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে ২৬৫টি আসন। আওয়ামী লীগের জোটসঙ্গী জাতীয় পার্টির পেয়েছে ২২টি আসন। অন্যদিকে বিরোধী শক্তি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা জিতেছেন মাত্র ৭টি আসনে। এছাড়াও ৫ জায়গায় জিতেছেন স্বতন্ত্র প্রার্থী।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply