১৫ মে ২০২৪ / ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:১১/ বুধবার
মে ১৫, ২০২৪ ৬:১১ পূর্বাহ্ণ

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

     

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ (রোববার)। এদিন বিকেল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীকে নিজে অথবা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে। এবার নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলই নির্বাচনে প্রার্থী দিয়েছে।

এছাড়া আগামীকাল (১০ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপরই শুরু নির্বাচনী ডামাঢোল। প্রতীক বরাদ্দের পরই সবাই প্রচারে নামবেন।

নির্বাচনের তফসিল ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দল ও জোটগুলোকে চূড়ান্ত প্রার্থী তালিকা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে। যার অনুলিপি দিতে হবে নির্বাচন কমিশনে।

গত ২৮ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে রাজনৈতিক দলগুলো থেকে জমা পড়ে মোট ২ হাজার ৫৬৭টি ও স্বতন্ত্র প্রার্থীদের ৪৯৮টি মনোনয়নপত্র।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাতিল হওয়া ২৪৩ জন তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। টানা ৩ দিন শুনানির শেষ দিন শনিবার ৮৫ জন প্রার্থীতা ফিরে পান। এর আগে প্রথম দিন বৃহস্পতিবার শুনানিতে ৮০ জন প্রার্থিতা পেয়েছিলেন। আর শুক্রবার পান ৭৮ জন। তবে বহুল আলোচিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার প্রার্থিতা ফেরত পাননি। দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তিন আসনেই তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

উল্লেখ্য আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বহুল আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply