২ মে ২০২৪ / ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:০৭/ বৃহস্পতিবার
মে ২, ২০২৪ ৬:০৭ পূর্বাহ্ণ

ইলিশ ধরার দায়ে ৯ জেলের কারাদণ্ড

     

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে ফরিদপুরের চরভদ্রাসনে ৯ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ৮ জেলেকে ২০ দিনের ও ১ জেলেকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার বিকেল ৪টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের পরিচালক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট মো. রাকিবউজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ এ রায় দেন।
এ সময় জেলেদের নিকট হতে পাওয়া ২৫ হাজার মিটার কারেন্ট জাল গোপালপুর ঘাটে এনে পুড়িয়ে ফেলা হয়। পরে জব্দকৃত ৫০ কেজি ইলিশ মাছ স্থানীয় আব্দুল শিকদারের ডাঙ্গী মাদ্রাসা ও এতিমখানায় বণ্টন করে দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হল- মানিকগঞ্জের কাজিকান্দা গ্রামের মিলন ফকির (২০),আজগর মণ্ডল (২৫), শিকারিপুরের নবীন ফকির (২৫), দোহার থানার মধুরচর গ্রামের আনোয়ার হালদার (৩০), মোহন মিঞা (৪৫), ইউছুফ সর্দার (২৫), সদরপুর থানার চর রামনগর গ্রামের আনছার শরীফ (২৫), বিপ্লব শরীফ (২৮) ও চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের হাজার বিঘা গ্রামের কামাল (৩২)।ইত্তেফাক

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply