২ মে ২০২৪ / ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:১৯/ বৃহস্পতিবার
মে ২, ২০২৪ ৯:১৯ অপরাহ্ণ

“সারা আনোয়ারা”র দুর্ঘটনা রোধে সচেতনতা মূলক কর্মসূচী পালন

     

আনোয়ারা প্রতিনিধি
 মানবিক, সামাজিক, ক্রীড়া, শিক্ষামূলক সংগঠন এবং অনলাইন সংবাদ মাধ্যমে “সারা আনোয়ারা”র উদ্যোগে আনোয়ারার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনিতে আনোয়ারা বাশঁখালী সড়কে সড়ক দুর্ঘটনা কমাতে এক গণ সচেতনতা কর্মসূচী অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে শুরু করে দুপুর ১২ টা পর্যন্ত এই কর্মসূচীর আওতায় প্রায় ১ হাজার গাড়ীতে সচেতনতামুলক শ্লোগান সম্বলিত স্টিকার লাগানো ও যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। সাথে সাথে যাত্রী ও ড্রাইভার দের উদ্দেশ্য সচেতনতা মূলক বার্তা মাইকে প্রচার করা হয়। কর্মসূচীর উদ্বোধনকালে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ ইন্সট্রাকটর এম এ মতিন বাশঁখালীর সাবেক এম পি জাফরুল ইসলামের গাড়ীতে স্টিকার লাগিয়ে উদ্বোধন করেন। উক্ত কর্মসুচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা ডায়বেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাপোস্টবিডি.কম সম্পাদক  এম. আলী হোসেন, দৈনিক আজাদীর আনোয়ারা প্রতিনিধি নুরুল ইসলাম,  সাংবাদিক জাহেদুল হক,  সারা আনোয়ারার উপদেষ্টা নজরুল সাইদ, সাংবাদিক সুমন শাহ্, ইমরান হোসেন, আনোয়ারা নিউজ পোর্টাল ও স্বপ্নবাজের পরিচালক এইচ এম নিজাম চৌধুরী, রেজাউল করিম সাজ্জাদ প্রমূখ ৷  আরো উপস্থিত ছিলেন ফোরকান উদ্দিন ফরহাদ, রাশেদ, আজম প্রমুখ। সচেতনতা কর্মসূচী উদ্বোধনকালে এম এ মতিন বলেন, আনোয়ারা বাশঁখালী রোডে যে হারে দূর্ঘটনা বাড়ছে তা রোধে এই রকম সচেতনতা কর্মসূচীর বিকল্প নাই। তিনি আরও বলেন,  আমরা এগিয়ে আসলে নিজেরা সচেতন হলে এই দুর্ঘটনা অধিকাংশে কমানো সম্ভব। সারা আনোয়ারার অন্যতম সদস্য ও কর্মসূচীর সদস্য সচিব প্রকৌশলী ছলিম আল আনোয়ারের তত্ত্বাবধানে উক্ত কর্মসূচীতে আরো কয়েকটি সামাজিক সংগঠন অংশগ্রহণ করে । সচেতনতা কর্মসূচীতে “সারা আনোয়ারা”র হয়ে উপস্থিত ছিলেন নুর খান, মহিউদ্দিন মন্জুর, মাসুদ করিম, ওমর ফারুক, মামুনুর রশীদ, দেলোয়ার হোসেন, মোঃ ওয়াসেল, আরিফ খান, শওকত আলী, হাফেজ আতিকুল্লাহ্, শহীদ চৌধুরী, মোঃ করিম, মামুনুর রশীদ, মাসুদ পারভেজ, শিরিন ফাতেমা, মোঃ ইরফান, মন্জুর আলম, জুয়েল, আকিব, সাকিব, রকিব, মামুন, মাসুদ পারভেজ, সাদ্দাম হোসেন, নেজাম উদ্দীন, হাফেজ মিনহাজ, মোঃ আকরাম, মোঃ ফারুক, মিনহাজুল আবেদিন, নিঝুম, সাজ্জাদ, মোঃ ইব্রাহিম, রাসেল, মিজানুর রহমান, শ্রীধাম মল্লিক, বারেক, ফয়সাল, রিমন, ওয়াহিদুল, হেলাল, নেজাম শেওয়ানা, ইমরান মাহিন প্রমুখ।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply