২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:২২/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ

ইন্দোনেশিয়ার লম্বোকে আবারও শক্তিশালী ভূমিকম্প

     

 দুই সপ্তাহ আগে বড় ধরনের একটি ভূমিকম্পে ৪৬০ জনেরও বেশি লোকের প্রাণহানির পর আবারও একটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়ার লম্বোক দ্বীপ।আজ রবিবারের এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩ এবং গভীরতা মাত্র ৭ কিলোমিটার। এ ভূমিকম্পে নতুন করে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ভূমিকম্পটির তীব্রতা দ্বীপটির পূর্বাংশে বেশি অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন রাস্তায় বের হয়ে আসে। ৫ আগস্টের ভয়াবহ ভূমিকম্পে দ্বীপটির লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন। বালি দ্বীপের পূর্ব দিকে অবস্থিত লম্বোকের আয়তন প্রায় ৪ হাজার ৫০০ বর্গমাইল।  প্রশান্ত মহাসাগরের তলদেশের প্রান্তীয় অংশগুলোর প্রায় পুরোটা ঘিরে থাকা রিং অব ফায়ারের একটি অংশের ওপর অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়।
খবর বিবিসি

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply