২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:০৬/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ১:০৬ পূর্বাহ্ণ

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নগরফুলের বাংলা বর্ষবরণ

     

 

বৈশাখ মানেই একটি সার্বজনীন উৎসব। সারা বিশ্বের সমস্ত বাঙালীরা যা পালন করে থাকে। কিন্তু ইলিশ আর পান্তার জোয়ারে বৈশাখী উৎসব এখন অভিজাত শ্রেণির দখলে। সুবিধাবঞ্চিত শিশুরা বৈশাখী উৎসবে শামিল হতে পারে না। আর তাই এবার চট্টগ্রামের ষোলশহর রেল ষ্টেশনের প্রায় দেড় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নগরফুল আয়োজন করেছে বৈশাখী উৎসবের। সকাল ৮টায়  শিশুদের অংশগ্রহণে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। শিশু ও নগরফুল মেম্বারদের সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্টান। শুরুতে নগরফুলের শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্টানে নৃত্য ও গান পরিবেশনা করা হয়। নগরফুল সভাপতি বায়েজীদ সাগরের সভাপতিত্বে অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পিপি ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের জাতীয় গর্ভণর আলহাজ্ব অ্যাডভোকেট আবুল হাশেম, চসিক কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, বামাক চট্টগ্রামের নির্বাহী সভাপতি আবু হাসনাত চৌধুরী, ক্লোজআপ ওয়ান খ্যাত শিল্পী মো: রাশেদ, সামাজিক সংগঠক লায়ন মোহাম্মদ ইব্রাহিম, আবদুল মজিদ চৌধুরী, মো: বোখারী আজম। মাসুদুর রহমান এবং মুমুর দৈত সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নগরফুলের সাধারণ সম্পাদক ওমর ফারুক। এসময় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, জাহিদ তানছির, তৌহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন,“আমাদের চারপাশে কত যুব সমাজ কালের ¯্রােতে গা ভাসিয়ে হারিয়ে যাচ্ছে অপরাধের জগতে। অনেকে আবার ব্যস্ত আড্ডা কিংবা গানবাজনা নিয়ে । সেই সময়ে নগরফুল নামক ব্যানারে একঝাঁক তরুণের পথশিশুদের নিয়ে এমন কাজ সত্যি প্রশংসার দাবীদার। আর আজকে সুবিধাবঞ্চিত শিশুদের এই পরিবেশনা জানান দেয় সঠিক পরিচর্যা পেলে এরাও হয়ে উঠবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গায়ক কিংবা সরকারী র্কমর্কতা।” অনুষ্টানের সমাপ্তি লগ্নে শিশুদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী, বস্ত্র ও খাবার বিতরণ করা হয়। পরে নগরফুল সভাপতি বায়েজীদ সাগর অনুষ্ঠানে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্টান সমাপ্তি ঘোষণা করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply