২ মে ২০২৪ / ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৪৭/ বৃহস্পতিবার
মে ২, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৭

     

 

হিমেল তালুকদার, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭জন।

শুক্রবার দুপুরে ঐ ইউনিয়নের কালেশ্বরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিন্টু (২৫) সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের সমির উদ্দীনের ছেলে। আহতরা হলেন: নিহতের ভাই নুর ইসলাম (৬৫), মুহাই মিনুল হক (৩৭), লিয়াকত আলী (৬৫), নাঈম (২৩), নিহতের ভাবী জিন্না বেওয়া (৬০), খদেমা খাতুন (৫০) ও হাসিনা বেগম (৪০)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দেবীপুর ইউনিয়নের কালেশ্বরগাঁও গ্রামের ৫০ কাঠ জমি ভোগদখল করে আসছিলেন মিন্টু সহ তাঁর পরিবারের লোকজন। ইতোমধ্যে তাঁরা ঐ জমি থেকে গম উত্তোলন করেছেন। শুক্রবার দুপুর ২টার দিকে ঐ ৫০ কাঠা জমিতে পাট রোপন করার জন্য হাল চাষ দিচ্ছিলেন মিন্টু সহ তাঁর পরিবারের লোকজন। এ সময় ঐ এলাকার পবার উদ্দীন খান হাল চাষে বাঁধা দিলে উভয়ের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে পবার উদ্দীন খানের লোকজন ক্ষিপ্ত হয়ে মিন্টুসহ তাঁর পরিবারের সদস্যদের মারপিট করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এসময় কর্তব্যরত চিকিৎসক মিন্টুকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহত ৭জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply