৪ মে ২০২৪ / ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:১৩/ শনিবার
মে ৪, ২০২৪ ১০:১৩ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হবে রাবিতে

     

মো:উমর ফারুক,রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘আমাদের মুক্তিযুদ্ধ: শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অর্জন’ শীর্ষক দুইদিনব্যাপি আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আগামী শুক্রবার। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ গবেষণা সংসদ সম্মেলনটির আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে শুক্রবার সকাল ৯ টায় শহিদুল্লাহ কলা ভবনের সামনে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনটির উদ্বোধন করবেন বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধা, কবি ও কথা সাহিত্যিক অধ্যাপক জুলফিকার মতিন। শনিবারও চলবে সম্মেলনটি।
মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সাতটি অধিবেশনে বাংলাদেশ জন্মের ৪৭ বছরে শিল্প সাহিত্য সংস্কৃতির অর্জন ও সমীক্ষণ বিষয়ে আলোচনা করবেন মোট ২৫ জন দেশি বিদেশী গবেষক শিক্ষাবিদ। এদিকে বিদেশীদের চোখে মুক্তিযুদ্ধ কেমন সে বিষয়েও আলোচনা হবে সেখানে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ^বিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। বিভিন্ন অধিবেশনগুলোতে সভাপতিত্ব করবেন কথাশিল্পি সেলিনা হোসেন, অধ্যাপক সনৎ কুমার সাহা, অধ্যাপক আব্দুল খালেক, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, অধ্যাপক জুলফিকার মাতিন, খন্দকার ফরহাদ হোসেন (অনিক মাহমুদ) প্রমুখ। বিশেষ অতিথি থাকবেন বিশ^বিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, বাংলা বিভাগের অধ্যাপক ড. খন্দকার ফরহাদ হোসেন। বুধবার দুপুর ২ টায় বাংলা বিভাগের এক সংবাদ সম্মেলনে দুইদিন ব্যাপি সম্মেলন সম্পর্কে জানানো হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply