৫ মে ২০২৪ / ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:২৮/ রবিবার
মে ৫, ২০২৪ ১০:২৮ অপরাহ্ণ

সুন্দরগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

     

গোলজার রহমান
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
গতকাল সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক গোষ্ঠি, স্বেচ্ছাসেবী সংগঠন, বাগানের ঘাট আদর্শ বালিকা দাখিল মাদ্রসা, শোভাগঞ্জ উচ্চ বিদ্যালয়, শোভাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, বাজার মহা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেন। উপজেলা জাপা সভাপতি জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নেতাকর্মীদের সাথে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন। এছাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্নআহবায়ক আফরুজা বারী নেতাকর্মীদের সাথে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন শেষে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, সন্তোষ কুমার বিকাশ প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করে। ইউএনও এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভূমি) আবু বাক্কার, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এমদাদুল হক বাবলু, সাবেক কমান্ডার লায়েক আলী খান মিন্টু, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ গিয়ার, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড সভাপতি বাবলু মিয়া প্রমুখ। আলোচনা শেষে অসহায়-দুঃস্থ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও মসজিদ ও মন্দিরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply