২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:২২/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ

বিএনপি থাকলে উন্নয়নশীল দেশ হওয়া সম্ভব ছিল না 

     

মুহাম্মদ আতিকুর রহমান
বিএনপি ক্ষমতায় থাকলে আরো আগে দেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হতো’- বিএনপি’র এসব কথা যথার্থ নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক।

২৪ মার্চ শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পৌরপার্কে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী শিশুশিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী মোজাম্মেল হক বলেন, জিয়াউর রহমান ছয় বছর এবং খালেদা জিয়া দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তাদের সময় রাষ্ট্র কী উন্নয়ন করেছে তার হিসাব নিলেই বোঝা যাবে। তাদের কথার কোনো যথার্থতা আছে কি-না। ওই সময়ে দেশে কাংক্ষিত কোনো অগ্রগতি হয়নি। কাজেই তারা ক্ষমতায় থাকলে এটা হওয়া সম্ভব ছিলো না।

‘মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দেবো সবার অন্তরে’ এই শ্লোগানকে সামনে রেখে কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম তুষারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর ও সাবেক কমান্ডার ডাঃ সাহাব উদ্দিন আহসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মুরাদ কবীর, বিআরডিপি চেয়ারম্যান সরকার মোশারফ হোসেন জয়, গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আজাদ প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply