৬ মে ২০২৪ / ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৪৮/ সোমবার
মে ৬, ২০২৪ ৫:৪৮ পূর্বাহ্ণ

গাজীপুর জেলা আনসার ও ভিডিপি’র বার্ষিক সমাবেশ

     

মুহাম্মদ আতিকুর রহমান
গাজীপুর জেলা আনসার ও ভিডিপি’র বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ মার্চ মঙ্গলবার সকালে গাজীপুর শহরের রথখোলাস্থ বঙ্গতাজ অডিটরিয়ামে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

ব্যাটালিয়ন আনসার মোঃ রেজাউল করিমের উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও ভিডিপি’র উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) এ কে এম মিজানুর রহমান (পিএএমএস), আনসার ও ভিডিপি’র ঢাকা রেঞ্জের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আছলাম সিকদার, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ-এর অসুস্থ্যতাজনিত অনুপস্থিতিতে তার পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ।

স্বাগত বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি’র গাজীপুর জেলা কমান্ড্যান্ট ডঃ মোঃ সাইফুর রহমান (পিএএমএস)।

সমাবেশে ভিডিপি সদস্যদের কার্যক্রমের উপর সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন ভাওয়ালগড় ইউনিয়ন দলনেত্রী মোসাঃ মুসলিমা আক্তার, মির্জাপুর ইউনিয়ন দলনেতা মোঃ কামাল হোসেন। উপজেলা কোম্পানী সদস্যদের কার্যক্রমের উপর সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন কালীগঞ্জ উপজেলা কোম্পানী কমান্ড্যান্ট মোঃ মজিবুর রহমান।

ভাল কাজের জন্য পুরস্কার হিসেবে ২৬জন আনসার ও ভিডিপি সদস্যকে বাইসাইকেল, সেলাই মেশিন ও ছাতা দেয়া হয়। সমাবেশে তিন শাতাধিক আনসার ও ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply