২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:৪৪/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১০:৪৪ অপরাহ্ণ

পদ্মা সেতুর ৪৫০ মিটার দৃশ্যমান

     

 প্রথম ও দ্বিতীয় স্প্যানের পর তৃতীয় স্প্যান বসানো হলো পদ্মা সেতুতে। আজ রবিবার জাজিরা প্রান্তে পদ্মা সেতুর তৃতীয় স্প্যান বসানো হয়েছে। ফলে সেতুর ৪৫০ মিটার দৃশ্যমান হলো। সেভেন-সি নামে স্প্যানটি ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে।

এ ব্যাপারে পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (মূল সেতু) হুমায়ুন কবির বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই তৃতীয় স্প্যান বসানো হয়েছে। এখন ওয়েল্ডিংয়ের সাহায্যে দুটি স্প্যানের জোড়া লাগানোর কাজ চলছে। ওয়েল্ডিংয়ের কাজ শেষ হতে আরো কিছু সময় লাগবে। এর পর চতুর্থ স্প্যান বসানোর জন্য ৪১ নম্বর পিলারটিও প্রস্তুত হচ্ছে।’

এদিন সকাল থেকেই শুরু হয় পিলারের ওপর স্প্যান বসানোর কাজ। ভারী ওজনের ভাসমান ক্রেনে ঝুলিয়ে রাখা স্প্যানটি বসানোর পর ওয়েল্ডিংয়ের কাজ শুরু হয়। ৩৮ ও ৩৯ নম্বর খুঁটিতে থাকা স্প্যানের সঙ্গে ওয়েল্ডিংয়ের মাধ্যমে যুক্ত হবে এই স্প্যানটি।

এর আগে ২০১৭ সালের অক্টোবরে ৩৭ ও ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান এবং চলতি বছরের জানুয়ারি মাসে দ্বিতীয় স্প্যানটি ৩৮ ও ৩৯ নম্বর পিলারে বসানো হয়। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং ওজন ৩ হাজার ১৪০ টন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply