২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:১০/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৯:১০ পূর্বাহ্ণ

আনোয়ারায় এলডিপির কর্মী সম্মেলনে কর্ণেল অলী

     

মোহাঃসোহেল আনোয়ারা প্রতিনিধি

বর্তমানে দেশ চালাচ্ছে পুলিশ বাহিনী, অযৌক্তিভাবে বিএনপির মিছিল সমাবেশে বাঁধা দেওয়া ও হামলা করছে বলে মন্তব্য করেছেন এলডিপির সভাপতি ড. কর্নেল অলী আহমেদ (অবঃ) বীর বিক্রম। এলডিপি আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন- এই দেশ যুদ্ধ করে স্বাধীন করেছি স্বাধীনভাবে চলাফেরা করার জন্য। কেন মিটিং, মিছিল, সমাবেশ করলে পুলিশ বাঁধা দিবে, মুহুর্তে হামলা করবে। বর্তমানে ক্ষমতায় নেই বলে স্বাধীনভাবে চলতে পারব না নাকি। হুশিয়ার সাবধান করে দিচ্ছি আমি কর্ণেল অলীর সাথে টক্কর দিবেন না, না হলে অবস্থা খারাপ হবে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় আনোয়ারা সদর আবদুল জলিল স্মৃতি মিলনায়তনে এলডিপি আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন ও আলোচনা সভায় আনোয়ারা এলডিপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাবিবুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে, সাধারন সম্পাদক মুজিবুল হক বাবুলের সঞ্চলনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এডভোকেট মোঃ কফিল উদ্দীন চৌধুরী। কেন্দ্রীয় কমিটি এলডিপির সহ-সভাপতি মোঃ নুরুল আলম (সাবেক এমপি), কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য সম্পাদক এম ইয়াকুব আলী, দক্ষিণ জেলা এলডিপির সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, দক্ষিণ জেলা এলডিপির সহ-সম্পাদক মোহাম্মদ আলী, দক্ষিণ জেলা এলডিপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব খাঁন রফিক সহ দক্ষিণ জেলা, উপজেলা এলডিপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এডভোকেট মোঃ কফিল উদ্দীন চৌধুরী বলেন – বর্তমান দেশে কোন গঠনতন্ত্র নেই, নেই কোনো সুষ্ঠু বিচার। দেশে অন্যায়, অত্যাচার, ব্যাংক চুরি করতেছে তাদের কোনো বিচার হয়না, বিচার হয় নিরপরাধীরা। আদলতের যেই বিচারক সত্য রায় দেয় তাদেরকে শাস্তি দেওয়া হয়,সরকার যা চাই তা বিচারক রায় দেয়। আওয়ামীলীগের নেতারা বলে আদলতে রায় দেয়, রায়ের মধ্যে আমাদের কোনো হাত নেই।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply