৫ মে ২০২৪ / ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:১৬/ রবিবার
মে ৫, ২০২৪ ১:১৬ পূর্বাহ্ণ

বেগম জিয়াকে ছাড়া নির্বাচন হবে না

     

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে এদেশে কোন নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। শনিবার সকালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শামীম বলেন, ‘এখনো সময় আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, তা না হলে দেশে গণঅভ্যুত্থান হবে। গণঅভ্যুত্থানের জন্য বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত। গণতন্ত্র কিভাবে মুক্ত করতে হয় বিএনপি নেতাকর্মীরা জানেন। সরকারের উদ্দ্যেশে তিনি বলেন, ‘অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতার অপব্যবহার করছেন। বেগম জিয়া দুর্নীতি না করলে তাকে সাজা দেয়া হয়েছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক সাজা। রাতের পর ভোর আসে। বাংলাদেশের আকাশেও নতুন সূর্যের উদয় হবে। বেগম জিয়াই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। তখন এ সরকারের সকল কর্মকান্ডের বিচার করা হবে। হলমার্ক, ব্যাংক লুটপাট, শেয়ারবাজার ধ্বংস, উন্নয়নের নামে মহালুট সবকিছুর বিচার হবে। আওয়ামী লীগ নেতারা এত বেশি দুর্নীতি করেছে যে তখন দেশ ছেড়ে পালাতেও পারবে না।’ সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এম এ হালিম। সাবেক যুগ্ম সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যঅপক ইউনুস চৌধুরী, চাকসু ভিপি মো.নাজিম উদ্দিন, আলহাজ¦ ছালাউদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আমিন, নুর মোহাম্মদ, আজম খান, জসীম সিকদার, আলহাজ¦ সেকান্দর চৌধুরী, আবদুল আউয়াল চৌধুরী, জসীম উদ্দিন চৌধুরী, সেলিম চেয়ারম্যান, মোস্তফা কামাল পাশা, ডা.খুরশিদ জামিল, সরোয়ার সেলিম, সৈয়দ নাছির উদ্দিন, এডভোকেট সলিমুল্লাহ, তোফায়ুল হোসেন, রিপন তালুকদার, মাহবুব ছফা, হাসান মো.জসীম,মোবারক হোসেন কাঞ্চন চেয়ারম্যান, ছালাউদ্দিন চেয়ারম্যান, জয়নাল আবেদিন, আতিকুল ইসলাম লতিফি, আবদুস শুক্কুর, সহিদুল ইসলাম সাইদ, এম এ খায়ের, এম আর চৌধুরী মিল্টন, এস এম ফারুক রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জ্বল, আমিনুল ইসলাম তৌহিদ, মোস্তফা আলম মাসুম, শফিউল আলম চৌধুরী, নকিব উদ্দিন ভূইয়া, হাজী হারুন চৌধুরী,রহমত উল্লাহ, এইচ এম নুরুল হুদা,গিয়াস উদ্দিন, ফজলুল করিম চৌধুরী, গাজী হানিফ, আবুল কালাম আজাদ, আরিফুর রহমান, বদরুল আলম, জান্নাতুল ফেরদৌস, এজাহার মিয়া, আজিজ উল্লাহ, আনিস আক্তার টিটু, ইয়াহিয়া জিয়া, সৈয়দ জাহেদ চৌধুরী, তসিফ মনি, কাজী শাহাদাত, ওমর শরীফ, ইরফানুল হক রকি, মো.সেলিম, সুজাদ্দৌলা সজীব, মাহবুবুর খান, নাজিম উদ্দিন, এস কে জুলহাস, লাইলী আক্তার, তাসলিমা আক্তার, এস কে জুলহাস, মুজাহিদুল ইসলাম রুবেল, রেজাউল করিম রকি, নজরুল ইসলাম, মো.পারভেজ প্রমুখ।
মাহবুবের রহমান শামীম বলেন, ‘দেশের গণতন্ত্র আজ গণভবনের চার দেয়ালে আবদ্ধ হয়ে গেছে। সরকার পুলিশ ও প্রশাসনকে দিয়ে যা ইচ্ছে তা করছে। এক দেশে দুই দলের জন্য দুই আইন জারি করা হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা সড়কে লাঠি নিয়ে নামছে আর বিএনপি নেতাকর্শীদের ঘরে ঘরে তল্লাশি চালানো হচ্ছে। তাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হচ্ছে। মামলা-নির্যাতন করা হচ্ছে। কিন্তু ইতিহাস বলে স্বৈরাচার স্থায়ী হয় না। ইতিহাস তাদের আস্তাকুড়েঁ নিক্ষেপ করে। বাংলাদেশেও একই ইতিহাস রচিত হবে। শেখ হাসিনার পতন নিশ্চিত। সমাবেশ থেকে নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেনসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply