২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৪৮/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ১১:৪৮ পূর্বাহ্ণ

প্রিয়নবী রাহমাতুল্লীল আলামীনের শুভাগমন ছিলো বিশ্ববাসীর জন্য রহমত স্বরুপ

     

প্রিয়নবী রাহমাতুল্লীল আলামীনের শুভাগমন ছিলো বিশ্ববাসীর জন্য রহমত স্বরুপ। বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে নৈতিকতার অবক্ষয়, অসামাজিক কযকলাপ, ইসলামী আদর্শ বিরোধী কর্মকান্ড প্রতিরোধে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই। আজ ৯ ডিসেম্বর শনিবার বিকাল ৪ ঘটিকা হতে আন্দরকিল্লাস্থ এম.ই.এস মুসলিম এডুকেশন সোসাইটির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিলে প্রধান আলোচক কদম মোবারক শাহী জামে মসজিদের খতিব, মাদ্রাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রী) এর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। বিশিষ্ট সমাজসেবক কদম মোবারক মহল্লা কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সাইফুদ্দিন এর সভাপতিত্বে ও মুসলিম এডুকেশন সোসাইটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন আন্দরকিল্লাহ ওয়ার্ডের সাবেক কমিশনার বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব গোলাম মোস্তফা কাঞ্চন, লালদীঘি শাহী জামে মসজিদের সেক্রেটারী আলহাজ্ব মুজিবুল হক বাবুল, কদম মোবারক মহল্লা কমিটির কর্মকর্তা আলহাজ্ব মুহাম্মদ ইকবাল হোসেন। মাহফিলে হৃদয়গ্রাহী না’তে রাসুল (দ.) পরিবেশন করেন তৈয়্যবিয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, সেক্রেটারী মুহাম্মদ আব্দুল মুত্তালিব। পরিশেষে মিলাদ, কেয়াম, দোয়া ও মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্ত ঘোষানা করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply