২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৫০/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ২:৫০ অপরাহ্ণ

বিনা টিকেটে ট্রেনভ্রমণের দায়ে গাজীপুরে ৭০০ যাত্রীকে জরিমানা

     

গাজীপুর জেলা প্রতিনিধি
বিনা টিকেটে ট্রেনভ্রমণের দায়ে গাজীপুরে সাত শতাধিক যাত্রীকে জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ।

জয়দেবপুর রেলওয়ে জংশন দিয়ে চলাচলকারী বিভিন্ন ট্রেন থামিয়ে ৬ ডিসেম্বর বুধবার ’ব্লক চেক’ নামের এ অভিযান চালানো হয় বলে রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্বাঞ্চল) সরদার শাহাদাত আলী জানান।

এসময় বিনা টিকেটে ভ্রমণে দায়ে ৭০৩ জন যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ এক লাখ ৫৭ হাজার ৩৫০ টাকা আদায় করা হয়েছে বলে জানান তিনি।

শাহাদাত আলী বলেন, রাজস্ব বৃদ্ধি এবং যাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকাল থেকে জয়দেবপুর জংশনে চলাচলকারী নীলসাগর, তিস্তা, একতা, রংপুর, ব্রহ্মপুত্র, সিল্কসিটি, যমুনা, হাওড় এক্সপ্রেসসহ ১৪টি ট্রেনে এ অভিযান চালানো হয়েছে।

এ সময় তার সঙ্গে এটিএস প্রণবেশ সরকার, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল অফিসার মোঃ সুলতান আহমেদ, জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মোঃ শাহজাহান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply