৩০ এপ্রিল ২০২৪ / ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:০৪/ মঙ্গলবার
এপ্রিল ৩০, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ

প্রজন্মকে ইতিহাস সচেতন করে তুলতে হবে বললেন শামসুল হক চৌধুরী এমপি

     

মুজাফরাবাদ বধ্যভূমি পরিদর্শনে গিয়ে পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার সারাদেশের বধ্যভূমি ও মহান মুক্তিযুদ্ধের ম্মৃতি চিহ্ন গুলো সংরক্ষন করে নতুন প্রজন্মকে ইতিহাস সচেতন করতে নানান উদ্যোগ গ্রহন করেছে। পটিয়া সদরে ঘৃণা স্তম্ভ তৈরী করে আমি নতুন প্রজন্মের কাছে পাকিস্তানীদের বর্বরতাকে তুলে ধরার চেষ্টা করেছি। মুজাফরাবাদ, পাহাড়তলী, সীতাকুন্ড, রাউজানসহ চট্টগ্রামের অনেকগুলো বধ্যভূমির সংস্কার ও সংরক্ষনে জেলা প্রশাসন ইতিমধ্যে বরাদ্দ অনুমোদন করেছেন। এছাড়াও মহান মুক্তিযুদ্ধের নানান স্মৃতি সংরক্ষনে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মানেও বরাদ্দ দেয়া হয়েছে। এ সময় তিনি মুজাফরাবাদ বধ্যভূমি সংরক্ষন পরিষদ ও সমম্বয়ের উদ্যোগী ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন মহান মুক্তিযুদ্ধে মুজাফরাবাদ তথা পটিয়াবাসীর অবদান সারা দেশকে জানাতে প্রফেসর ড. তাপসী রায় ঘোষ ও বিপ্লব সেনের নেতৃত্বে কাজ করে যাচ্ছে তারা। বধ্যভূমি সংরক্ষন পরিষদের সভাপতি প্রফেসর ড. তাপসী রায় ঘোষ, দক্ষিন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, লায়ন সন্তোস কুমার নন্দী, সংরক্ষন পরিষদের সাধারন সম্পাদক বিপ্লব সেন, মুক্তিযোদ্ধা আর্ধেন্দু বিকাশ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু ছালেহ চৌধুরী, আমিনুল ইসলাম টিপু, খরনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুবুর রহমান, কচুয়াই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমজামামুল হক জসিম, সমম্বয় সভাপতি প্রদীপ কর, সাবেক সাধারন সম্পাদক প্রকাশ ঘোষ পিকলু, রিজোয়ানুল কবির চৌধুরী দিদার, গোলাম সরোয়ার চৌধুরী মুরাদ, ইউপি সদস্যা লাকী দাশ, যুবলীগ নেতা নাছির উদ্দিন, ইউপি সদস্য রতন সেন, শহীদ সন্তান সাগর মজুমদার, আবদুল হান্নান লিটন, সামশুল আলম, কাজল ধর,শান্তনু রায় চৌধুরী, অপু ঘোষ, বিপ্লব চৌধুরী, অরূপ সেন, নিতাই ঘোষ, তুষার বিশ্বাস, স্বপন সেন, মিলন সেন, অমূল্য দাশ, বাবলা চৌধুরী, তপন চৌধুরী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply