৩ মে ২০২৪ / ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:০২/ শুক্রবার
মে ৩, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ নির্বাচিত হয়েছেন জোরারগঞ্জ থানার এনায়েত উল্লাহ

     

মীরসরাই প্রতিনিধি

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন জোরারগঞ্জ থানায় কর্মরত উপ-পরিদর্শক এনায়েত উল্লাহ। কমিউনিটি পুলিশিংকে গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মান দিল পুলিশ বাহিনী। শনিবার দুপুরে কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত সমাবেশে এই পুলিশ কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। বাংলাদেশ পুলিশের আইজিপির সৌজন্যে সমাবেশের প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা পিপিএম সংবর্ধিত জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক এনায়েত উল্লাহ’র হাতে ক্রেস্ট তুলে দেন। শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তা নির্বাচিত হওয়ায় উপস্থিত অতিথিবৃন্দ এস আই এনায়েত উল্লাহকে অভিনন্দন জানান।
এনায়েত উল্লাহ ২০০০ সালের ১৫ মে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে সিলেট রেঞ্জ রিভার্জ ফোস যোগদান করেন। ২০০৮ এএসআই পদে পদোন্নতি পেয়ে মৌলভীবাজারে রাজনগর থানায় যোগদান করেন। ২০০৪ সাল থেকে তিনি চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় কর্মরত। চলতি বছর তিনি উপ-পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন। চৌকশ এই পুলিশ কর্মকর্তা জনগনের কাছে প্রিয় মুখ। তার সততা ও নিষ্ঠা দিয়ে জনগনের সেবায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এনায়েত উল্লাহ নোয়াখালী সদরের অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা গোলাম মোস্তফার গর্বিত সন্তান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply