৫ মে ২০২৪ / ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৪৬/ রবিবার
মে ৫, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ

সেনা কর্মকর্তাদের গোপন বৈঠকের খবর ভিত্তিহীন: আইএসপিআর

     

ঢাকায় সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের স্পর্শকাতর একটি বিষয় নিয়ে বৈঠক হওয়ার খবর নাকচ করে দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। গতকাল বৃহস্পতিবার আইএসপিআর-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান ওই খবরটি ভিত্তিহীন বলে জানান।
ভারতীয় ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ বুধবার ভারত ও বাংলাদেশি সূত্র উদ্ধৃত করে লিখেছে, ২১ অক্টোবর ঢাকায় গোপনে বৈঠকে বসেন ২০ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা। উভয় সূত্র বৈঠকের আলোচ্য সম্পর্কে কিছু জানায়নি। তবে দাবি করেছে, বৈঠকে স্পর্শকাতর ইস্যুতে আলোচনা করা হয়েছে। এই খবরটি টেলিগ্রাফকে উদ্ধৃত করে ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগও প্রকাশ করেছে।
আইএসপিআর-এর পরিচালক বলেন, ‘ভারতের গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন।’— আইএসপিআর সৌজন্য ইত্তেফাক

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply