২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:১১/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ

রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে হাসপাতাল করে দেবে মালয়েশিয়া

     

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে একটি ‘ফিল্ড হাসপাতাল’ করে দেবে মালয়েশিয়া।  হাসপাতালটিতে প্রায় তিন লাখ লোকের চিকিৎসাসেবা দেওয়া যাবে।  ঢাকা সফররত মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদির সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের এ তথ্য জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ রবিবার সন্ধ্যায় এ বৈঠক হয়।

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বলেন, তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সমস্যাটি সমাধানের জন্য বাংলাদেশ যেসব পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়টিতেও তারা নজর রাখছেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীকে সর্বশেষ পরিস্থিতি জানানো হয়েছে। এ সমস্যা সমাধানে মালয়েশিয়া আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।’

এক মাসের মধ্যে এ হাসপাতালের কার্যক্রম শুরু হবে। বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply