৪ মে ২০২৪ / ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:১১/ শনিবার
মে ৪, ২০২৪ ৪:১১ পূর্বাহ্ণ

কামারজুরীতে কিল ঘুষিতে এক ব্যক্তির মৃত্যু

     

মুহাম্মদ আতিকুর রহমান 
গাজীপুর মহানগরের কামারজুরী এলাকায় জমি জবর দখলকারীদের কিল-ঘুষিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

১৩ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কাথোরা গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে মোঃ আলমাস মিয়া (৫৫)।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মোঃ আলমাস মিয়া ও মোঃ আবুল কাশেম গাজীপুর মহানগরের কামাজুরী এলাকায় ক্রয় সুত্রে ১৭ শতাংশ জমির মালিক। সীমানা প্রাচীর ঘেরা ভোগ দখলে থাকা জমিটি জাল দলিল সৃষ্টি করে স্থানিয় ভুমিদস্যু আমির হোসেন গং দীর্ঘদিন ধরে জবর দখলের চেষ্টা করে আসছে।

ঘটনাস্থলে উপস্থিত মোঃ আবুল কাশেম জানান, আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সীমানা প্রাচীর ঘেরা জমির ফটকের তালা ভাঙ্গার চেষ্টা করে আমির হোসেন, আশরাফুল, রাশেল ও মরিয়ম সহ কয়েক জন। এসময় বাধা দিলে মোঃ আলমাস মিয়াকে কিল-ঘষি মারতে শুরু করে। উপর্যুপরি কিল-ঘুষিতে আসলাম মিয়া মাটিতে লুটিয়ে পরে। কিল-ঘুষিতে মাটিতে লুটিয়ে পরা অচেতন আলমাস মিয়াকে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডাঃ সাদেকা আফরিন জানান, আললাম মিয়াকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে। মৃত্যুর কারণ মেডিকেল রিপোর্টের আগে নিশ্চিত হওয়া যাবে না।

জয়দেবপুর থানার উপ পুলিশ পরিদর্শক শামীম হোসেন জানান, মর্গে লাশের সুরতহাল করা হয়েছে। লাশের গায়ে কোনো চিহ্ন নেই, মেডিকেল রিপোর্টের পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply