৭ মে ২০২৪ / ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:০৫/ মঙ্গলবার
মে ৭, ২০২৪ ১২:০৫ পূর্বাহ্ণ

চিকিৎসাধীন রোহিঙ্গা শরণার্থীদের দেখতে চমেক হাসপাতালে গেলেন সম্মিলিত তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ

     

 

৩১ আগস্ট বৃহস্পতিবার চিকিৎসাধীন রোহিঙ্গা শরণার্থীদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন সচেতন তরুণ প্রজন্মের প্রধান সমন্বয়ক  ম. মাহমদুর রহমান শাওন নেতৃত্বে চট্টগ্রামের তরুণ সংগঠক নেতৃবৃন্দ। আহত রোহিঙ্গাদের প্রত্যেকের মাঝে তারা পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সচেতন তরুণ প্রজন্মের প্রধান সমন্বয়ক বলেন, রোহিঙ্গা সমস্যা একটি আন্তর্জাতিক সমস্যা। এ সমস্যা সমাধানে অতিসত্বর বিশ্ব নেতৃবৃন্দসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর বৈঠক মিলিত হওয়া প্রয়োজন। বাংলাদেশের অভিমুখে যেভাবে রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিচ্ছে এটি উদ্বেগজনক। বাংলাদেশে সরকার সাময়িক আশ্রয় দিলেও এ সমস্যার স্থায়ী সমাধানে বিশ্ব নেতৃবৃন্দের সম্মিলিত  উদ্যোগ প্রয়োজন। এ সময় আরো উপস্থিত ছিলেন নগর ফুলের সহ-সভাপতি জাহিদ তানসির, উচ্ছ্বাসের সভাপতি আজিম উদ্দিন, তরুণ সংগঠক সুমাইয়া ইসলাম তারিন, শামিমা ইয়াসিমন প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply