ভারত থেকে আমদানি করার পরই দেশের বাজারে কমতে শুরু করেছে ডিমের দাম। বেনাপোল স্থলবন্দর দিয়ে আসছে সাড়ে সাত টাকা দরের ভারতীয় ডিম। এর ফলে বেনাপোলের নাভারন ও বাগআচড়া বাজারে কমতে শুরু করেছে ডিমের দাম। প্রতিটি ডিমের দাম কমেছে তিন টাকা। ১২ টাকায় মিলছে একটি ডিম।

ডিম ব্যবসায়ীরা জানান, গত দুই দিন আগে বাজারে ১০০টি ডিম বিক্রি হয়েছে ১৩ শ থেকে ১৫ শ টাকায়। আজ সোমবার সকালে বাজারগুলোতে ১০০টি ডিম বিক্রি হচ্ছে ১২ শ থেকে ১২১০ টাকায়। আমদানি ও সরবরাহ বাড়ায় কমছে দাম।

সীমান্ত ডিম ভান্ডারের পরিচালক শাহ আলম জানান, দুই দিন আগেও ১০০ ডিম বিক্রি করেছি ১৩ শ থেকে ১৫ শ টাকায়। তবে আজ সকাল থেকে তা নেমে এসেছে ১২ শ টাকায়।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুনঃ